শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
জালিয়াতির অভিযোগ

কালিয়াকৈরে দলিল লেখকের অফিস সিলগালা

কালিয়াকৈরে দলিল লেখকের অফিস সিলগালা

গাজীপুর, ১১ মার্চ, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈরে জালজালিয়াতির অভিযোগে দলিল লিখকের অফিস সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সামুসুজ্জোহা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার উত্তর হিজলতলী গ্রামের দলিল লেখক মৃত মীর রফিকুজ্জামানের পুত্র দলিল লেখক মীর রাকিবুজ্জামান লেলিনের নেতৃত্বে কয়েকজন দলিল লেখক দীর্ঘদিন যাবৎ জাল খতিয়ান, জাল দাখিলা বানাইয়া সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সামসুজ্জোহার স্বাক্ষর ও তার আগের এসিল্যান্ডদের স্বাক্ষর জাল করে ভূয়া খারিজ, খতিয়ান বানাইয়া দলিল করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

গোপনে সংবাদ পেয়ে আজ রবিবার দুপুরে দলিল লেখক লেলিনের অফিসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় ভ্রাম্যমাণ আদালতের আগমনের সংবাদ পেয়ে দলিল লেখক মীর রাকিবুজ্জামান লেলিন, দলিল লেখক মো. জমসের আলী খান, দলিল লেখক মো. আব্দুল মালেকসহ তাদের অবৈধ কাজের সহযোগীরা কৌশলে অফিস থেকে পালিয়ে যায়।

এসময় অফিস তল্লাসি কালে জাল সিল,জাল খতিয়ন, জাল দাখিলাসহ জালজালিয়াতের প্রমাণ পাওয়ার পর উপজেলা দলিল লিখক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত ওই অফিসটি সিলগালা করে চলে যায়।

কালিয়াকৈর উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) শাহ মো. সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এরা সব জাল খতিয়ান, জাল দাখিলা বানাইয়া আমার স্বাক্ষর ও আমার আগের এসিল্যান্ডদের স্বাক্ষর জাল করে ভূয়া খারিজ খতিয়ান বানাইয়া দলিল করে।

এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের সনদ বাতিলের প্রক্রিয়া প্রস্তুতি চলছে।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত