বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হালুয়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হালুয়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহ, ১১ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের হালুয়াঘাটে বড়বিলা নামকস্থানে বাসের ধাক্কায় যাত্রীবাহী মাহিন্দ্রের চালকসহ ৩ জন নিহত ও আহত হয়েছে ৫ জন।

আজ রবিবার দুপুর ১ টায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার সমনিয়া পাড়া গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র সাহের আলী (৯০), মুক্তাগাছা উপজেলার ফরহাদ হোসেনের স্ত্রী লাভলী বেগম (৪০) ও ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মাহিন্দ্র চালক আবুল কালাম (৩৫)।

স্থানীয়রা মাহিন্দ্র চালকসহ আহতদেরকে গুরুতর অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে মাহিন্দ্র চালকের মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি পিছন থেকে ধাক্কা দিলে মাহিন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়। এ দিকে দুর্ঘটনায় তাৎক্ষণিক যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। প্রায় আধা ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা করা হয় ও আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত