ময়মনসিংহ, ১১ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহে তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ আজ রবিবার সমাপ্ত হয়েছে। ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জিমনেশিয়াম এর চত্বরে আয়োজিত মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্তদের মাঝে পুরষ্কার তুলে দেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন।
পুরষ্কারপ্রাপ্তরা হলো- বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার পুরষ্কার গ্রহণ করেন।
এছাড়াও শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে ময়মনসিংহ জেলা, শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী জেলা শিক্ষা অফিস ময়মনসিংহ, শ্রেষ্ঠ নাগরিক সেবার উদ্ভাবক বাস্তবায়ন নেত্রকোণা উপজেলা ভূমি অফিস, শ্রেষ্ঠ পোর্টালের দপ্তর জেলা প্রশাসকের দপ্তর জামালপুর, শ্রেষ্ঠ দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল, শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক হোম সিকিউরিটি সিস্টেম শেরপুর, ইজি ব্লাড ম্যানেজমেন্ট সিস্টেম জামালপুর ও ই-কমার্স বিজনেস ময়মনসিংহ প্রমুখ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গাজী হাসান কামাল, ময়মনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু, স্থানীয় সরকার বিাভাগের পরিচালক আব্দুল আলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমূখ। গত ৯ মার্চ এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সাজ্জাদুল হাসান।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি