শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাগমারায় বয়েন ডেন্টাল কেয়ারের উদ্বোধন

বাগমারায় বয়েন ডেন্টাল কেয়ারের উদ্বোধন

বাগমারা (রাজশাহী), ১১ মার্চ, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটের দ্বিতীয় তলায় বয়েন ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দিন মাস্টার, আহসান হাবিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার।

আরো উপস্থিত ছিলেন- দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মহসিন রেজা, মোল্লাহ এম আলতাফ হোসেন, বাসুপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার লুৎফর রহমান, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, মাস্টার জহুরুল ইসলামসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত