![ফরিদপুরে গাছে সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা : নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/road-accident@abnews24_129895.jpg)
ফরিদপুর, ১২ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লোহারটেক গ্রামের স্থানীয় বারেক বাশারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চরভদ্রাসনের রশীদ মুন্সীর ছেলে মাসুদ মুন্সী ও আব্দুল ওহাব শেখের ছেলে মেহেদী হাসান মিঠু।
আহত আরশেদ ব্যাপারী ওই এলাকার কালাম ব্যাপারীর ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান বলেন, পুলিশের কন্সটেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল জানতে মাসুদ, মিঠু ও আরশাদ মোটরসাইকেলে করে ফরিদপুর পুলিশ লাইনে গিয়েছিলেন।
ফেরার পথে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সবাই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদ ও মিঠুকে মৃত ঘোষণা করেন বলে আজাদ জানান।
চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ