বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজশাহীতে জামায়াতের আমির মুজিবুর রহমানসহ আটক ১০

রাজশাহীতে জামায়াতের আমির মুজিবুর রহমানসহ আটক ১০

রাজশাহীতে জামায়াতের আমির মুজিবুর রহমানসহ আটক ১০

রাজশাহী, ১২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ । আজ সোমবার সকালে তাদের আটক করা হয় রাজশাহী মহানগর হাতেম খাঁ এলাকা থেকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বর্ণালী মোড়ের পেছনে হেতেম খাঁ মোড়ের ৫ তলার একটি ভবনের মধ্যে গোপন বৈঠক কছিলেন। এসময় খবর পেয়ে বিপুল পরিমাণ পুলিশ সেখানে চারিদিক থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে বাড়ির ভিতরে অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করে ।

আটককৃত অন্যান্য নেতারা হলেন, রাজশাহী মহানগর জামায়াতের আমীর প্রফেসর ড. আবুল হাশেম, রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী জামায়াতের সেক্রেটারী সিদ্দিক হোসাইন,চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাও. আবু জার গিফারীসহ আরো ৫ জন নেতা সকলের নাম পাওয়া যায়নি।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানুল্লাহ বলেন, নাশকতা ও গোপন বৈঠক করার দায়ে জামায়াতের কেন্দ্রীয় আমির সহ ১০ নেতাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/বাবু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত