![শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/shibpur-oc-meet_129903.jpg)
শিবপুর (নরসিংদী) , ১২ মার্চ, এবিনিউজ : শিবপুর উপজেলার পুরাতন কোর্ট ভবনে শিবপুর অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে উপজেলায় কর্মরত প্রিন্ট পত্রিকা, অনলাইন পত্রিকা, অনলাইন টিভির সাংবাদিকদের সাথে গতকাল রবিবার সন্ধা ৭টায় শিবপুর মডেল থানার কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অনলাইল পত্রিকা এবিনিউজ শিবপুরের প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো: হারিছুল হক, সাধারণ সম্পাদক দৈনিক সমসংযোগের প্রতিনিধি মো: স্বপন খান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি তথ্য ও যোগাযোগ সম্পাদক মো: মোমেন খান, সাপ্তাহিক বাবুর হাট বার্তার প্রতিনিধি, অর্থ সম্পাদক শেখ মানিক।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক ডেসটিনির প্রতিনিধি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মো: ইলিয়াছ হায়দার, দৈনিক আলোচনার প্রতিনিধি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: করিম খন্দকার, সাপ্তাহিক সময়ের প্রতিনিধি ও সদস্য মো: আজমল হোসেন ভূঁইয়া, দৈনিক আজকালের খবর প্রতিনিধি ও সদস্য সোহরাব হোনেস খান বাধন, দৈনিক নরসিংদী সারাদিনের প্রতিনিধি ও সদস্য মাসুদুল হক ভূঁইয়াসহ আরো অনেকে।
এবিএন/ আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর