শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লালমনিরহাটে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট, ১২ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলায় ৬৫ পিচ ইয়াবাসহ ২ জন ও হাতীবান্ধা উপজেলায় ৪৬ পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান পুর্ব নওদাবাস এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৬ পিচ ইয়াবাসহ পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার সাহাবুদ্দিনের পুত্র রওশন মিয়া (২১) ও ভুল্লারহাট এলাকার আজিজুল ইসলামের পুত্র মামুন আহম্মেদ ওরফে মনজুকে গ্রেফতার করা হয়েছে।

একই সময় লালমনিরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা কামাল অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবাসহ ওই উপজেলার বাসুরিয়া এলাকার খোকা মাসুদের পুত্র মতিয়ার রহমান ও বলিরাম এলাকার আজিমুদ্দিনের পুত্র আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবাসহ আটক ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

এবিএন/ আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত