বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর, ১২ মার্চ, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈরে একটি বনের ভেতর থেকে অজ্ঞাত (৪০) এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই যুবককে হত্যা করে গুম করার উদ্দেশ্যে লাশ ওই বনের ভেতর একটি গাছের সাথে বেধে ঝুলিয়ে রাখে দূর্বৃত্তরা।

আজ বেলা ১১টার দিকে উপজেলার ভূলুয়া পশ্চিমপাড়া এলাাকার একটি বনের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করো হয়। নিহতের পরিচয় জানা যায়নি। পাশ থেকে শার্ট ও সেন্ডেল উদ্ধার করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, রাতের কোন এক সময় দুর্বৃৃত্তরা ওই যুবককে গলায় রশি দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। পরে ঢাকা-রাজশাহী রেলরুটের পাশে বনের ভেতর মুখে গামছা, গলায় ও কোমরে রশি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখে। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে বেলা ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনায় কালিয়াকৈর থানায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবককে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে লাশ ওই বনের ভেতর একটি গাছের সাথে বেধে ঝুলিয়ে রাখে দূর্বৃত্তরা।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত