বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩১
logo

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড

ফুলবাড়ী (কুড়িগ্রাম), ১২ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩টি বাড়ির ঘরের ভিতর গরু, ছাগল, হাঁস-মুরগী ও বাড়ীর আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ২ লক্ষাধিক টাকার সম্পদ।

আজ সোমবার ভোর ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের একতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। পরে পরিবারের লোকজনের শোর চিৎকারে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আছিয়া নামের এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের মাঝে নগদ পনেরো হাজার টাকা প্রদান করেছেন।

তিনি জানান, আজ সোমবার ভোরে আইয়ুব আলীর ঘোয়াল ঘরে গরুর মশা তারানোর জন্য কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় কপিল, ফজলু ও আইয়ুবের বসতবাড়ী আগুনে পুড়ে যায়।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত