![সদরপুরে ২ দিনব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/mela_abnews_129913.jpg)
সদরপুর (ফরিদপুর), ১২ মার্চ, এবিনিউজ : “মেধাই সম্পদ,বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিক্ষক মোঃ ইয়াছিন চৌধুরী প্রমুখ।
মেলায় মাধ্যমিক বিদ্যালয়ের ১০, ১টি মাদ্রসা ও ১টি কলেজসহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের অবিস্কারকৃত পণ্য তুলে ধরে। বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ বাড়াতে সরকারিভাবে শুরু হচ্ছে অলিম্পিয়াড।
অলিম্পিয়াডে সফলদের দেখে যাতে অন্যরা উৎসাহ উদ্দীপনা পায় এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়ক হিসেবে কাজ করবে এ অলিম্পিয়াড।
এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি