![সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/pm-singa_129914.jpg)
ঢাকা, ১২ মার্চ, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সোমবার সকালে ইস্তানায় সিঙ্গাপুর প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অফিস কাম বাসভবনে সংবর্ধনা দিয়েছে দেশটির সরকার।
শেখ হাসিনা স্থানীয় সময় সকাল ১১টায় ইস্তানায় পৌঁছলে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তাকে অভ্যর্থনা জানান। ইস্তানায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয়ও অবস্থিত।
বাংলাদেশ প্রধানমন্ত্রী ইস্তানার গেটে পৌঁছে গাড়ি থেকে নামলে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী সেখানে তাকে স্বাগত জানান।
পরে সিঙ্গাপুরের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অর্নার প্রদান করে।
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর অভিবাদন গ্রহণ করেন ও গার্ড পরিদর্শন করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এর পর প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
শেখ হাসিনা রবিবার বিকালে ৪ দিনের সরকারি সফরে সিঙ্গাপুর পৌঁছেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ