![ঝিনাইদহে কৃষাণীদের উৎপাদিত পণ্যের হাট](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/hat_abnews_129916.jpg)
ঝিনাইদহ, ১২ মার্চ, এবিনিউজ : কৃষাণীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে বসেছিল নারীদের উৎপাদিত পণ্যের হাট। আজ সোমবার সকালে শহরের পায়রাচত্বরে এ হাটের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মো. মনিরুজ্জামান, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওয়েলফেয়ার এফোর্টস নামের একটি সংগঠনের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষাণী তাদের বাড়ির আঙ্গিনায় বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজিসহ নানা রকমারি পন্য নিয়ে এ হাটে অংশ আসেন।
হাটে উঠেছিল- বিষমুক্ত শাক-সবজি, ডিম, কুমড়াবড়ি, পেঁপে, কলা, লাউ, টমেটো, সজিনা, হলুদ গুড়াসহ বাড়িতে উৎপাদিত নানা পণ্য। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে বিকিকিনি।
হাটে আগত নারী বিক্রেতারা জানান, মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রেহাই পেতে আর কৃষাণীদের উৎপাদিত পণ্যের ন্যায্য মুল্যে নিশ্চিত করতে এ ধরণের হাট স্থায়ী করা প্রয়োজন।
এবিএন/যবনিকা/জসিম/এমসি