![গাজীপুরে অজ্ঞাত শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/lash-uddhar-abn_129918.jpg)
গাজীপুর, ১২ মার্চ, এবিনিউজ : গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে অজ্ঞাত নামা এক মেয়ে শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মনিরুজ্জামান জানান, শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামের শীতলক্ষ্যা নদীর পাড়ে আজ সোমবার সকালে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে অজ্ঞাত ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের গলা কাটা, বিবস্ত্র ও দেহের কিছু অংশ শিয়ালে খাওয়া। মরদেহটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি