![চকরিয়ায় পলাতক আসামী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/arrest_abnews_129921.jpg)
চকরিয়া (কক্সবাজার), ১২ মার্চ, এবিনিউজ : চট্টগ্রামের আনোয়ারা থানার ডাবল হত্যা মামলার প্রধান আসামী আবদুল হালিম (৪৫)কে চকরিয়া থানার একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
আজ সোমবার ভোর রাত ৩টার দিকে চকরিয়ার এক গহীন জঙ্গল থেকে থানার এস.আই অপু বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় ডাবল হত্যার অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে চকরিয়ায় আত্মগোপনে ছিল।
সোর্সের মাধ্যমে খবর নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি