রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • চট্টগ্রামে জামায়াতের সাবেক এমপির দেহরক্ষী গ্রেফতার

চট্টগ্রামে জামায়াতের সাবেক এমপির দেহরক্ষী গ্রেফতার

চট্টগ্রামে জামায়াতের সাবেক এমপির দেহরক্ষী গ্রেফতার

চট্টগ্রাম, ১২ মার্চ, এবিনিউজ : চট্টগ্রামের সাতকানিয়ার জামায়াত নেতা ও জামায়াতের সাবেক এমপি মাওলানা শামসুল ইসলামের দেহরক্ষী হিসেবে পরিচিত মো. মাসুম (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকা থেকে মাসুমকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ।

মো. মাসুম সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের হাজারীখীল এলাকার খুইল্যা মিয়া প্রকাশ টুনু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন বলেন, গ্রেফতারকৃত মাসুম সাবেক সংসদ সদস্য শামসুল ইসলামের দেহরক্ষী ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করত। তার বিরু্দ্েধ ১০ম জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী নাশকতা ও পুলিশের উপর হামলার ঘটনায় অন্তত ১২টি মামলা আছে।

গোপন খবরের ভিক্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার মধ্যে ১০টিতে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।

এবিএন/রাজিব সেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত