![সদরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/foridpur_abnews24 copy_129931.jpg)
সদরপুর (ফরিদপুর), ১২ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন থানা তদন্ত কর্মকর্তা সুব্রত গোলদার,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিক উল্লাহ, মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না, মহিলা উন্নয়ন কর্মকর্তা লায়লা রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, মোয়াজ্জেম হোসেন, মোঃ আক্কাচ আলী,মোঃ ছমির বেপারী।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক বিশেষ করে ইয়াবা,বাল্যবিবাহ রোধ করতে আমাদের সবাই কে একযোগে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সদরপুর থানার ওসি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত মাসে উপজেলার বিভিন্নস্থান থেকে ইয়াবা, গাজাসহ মাদক সেবীদের ধরা হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/সাব্বির হাসান/জসিম/তোহা