শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের সভা

সদরপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের সভা

সদরপুর (ফরিদপুর), ১২ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের গ্রাম আদালত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন, থানা তদন্ত কর্মকর্তা সুব্রত গোলদার,স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিক উল্লাহ, মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না, মহিলা উন্নয়ন কর্মকর্তা লায়লা রহমান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, মোয়াজ্জেম হোসেন, মোঃ আক্কাচ আলী,মো. ছমির বেপারী, সদরপুর গ্রাম আদালত সমন্বয়কারী মো. আনিছুর রহমান খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সাব্বির হাসান প্রমুখ। সভায় উপজেলার ৬ইউনিয়নের গ্রাম আদালত বিষয়ে সার্বিক আলোচনা ও তাদের কার্যক্রম পর্যায়লোচনা হয়।

এবিএন/সাব্বির হাসান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত