![ফরিদপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন করে প্রার্থীতা প্রত্যাহার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/abnews-24.bbbbbbbb_129942.jpg)
ফরিদপুর, ১২ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী মোস্তাকুজ্জামান মোস্তাককে সমর্থন করে বিএনপির বিদ্রোর্হী প্রার্থী ইদ্রিস ব্যাপারী তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। আজ সোমবার দুপুরে নির্বাচনের রিটানিং কর্মকর্তা সদর উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়ার কার্যালয়ে নিজে হাজির হয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিএনপি প্রার্থী মোস্তাকুজ্জামান মোস্তাক, জেলা বিএনপির সাংস্কতিক সম্পাদক আশরাফ আলী, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসানুর রহমান মৃধা, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জয়নাল, ছাত্রদল নেতা হেমায়েত হোসেন প্রমুখ।
প্রত্যাহারের ব্যাপারে বিদ্রোর্হী প্রার্থী ইদ্রিস ব্যাপারী সাংবাদিকদের জানান, তিনি দলের প্রতি আনুগত্র, কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধ ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলের অনুরোধে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এখন তিনি তাদের দলের প্রার্থীর পক্ষে কাজ করে যাবেন বলে তিনি জানান।
উল্লেখ্য আগামী ২৯ মার্চ ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবিএন/কে.এম. রুবেল/জসিম/তোহা