বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত ৪

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত ৪

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১২ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে শহরের বাইপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলো এসআই সুরুজ, পুলিশ সদস্য মেজবাহ উদ্দিন ও হাতিম মিয়া এবং সিএনজি চালক মামুন মিয়া।

জানাগেছে, রবিবার দিবাগত গভীর রাতে আখাউড়া থানার এস আই সুরুজের নেতৃত্বে পুলিশের একটি টহলদল সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে শহরের বাইপাস সড়কে টহল দিচ্ছিলেন। রাত অনুমান ৩টার দিকে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। এতে এসআই সুরুজ, পুলিশ সদস্য মেজবাহ উদ্দিন, হাতিম মিয়া সিএনজি চালক আহত হন। গুরুতর আহত মেজবাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গুরুতর আহত কনস্টেবল হাতিম মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত