![কয়রায় গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/khulna-g1@abnews_129945.jpg)
কয়রা(খুলনা) , ১২ মার্চ, এবিনিউজ : ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্থান হানাদার বাহনী নিরস্ত্র বাঙ্গালীদের ওপর নৃশংস গনহত্যা চালিয়ে ঢাকা শহরকে মৃতপুরী নগরীতে পরিণত করে। সে কারনে সরকার এ বছর ২৫ মার্চ গনহত্যা দিবস পালন ঘোষণা করায় এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে গত ১২ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস দু’টি পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, মৎস্য অফিসার মোঃ আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ এড. কেরামত আলী, প্রধান শিক্ষক মোস্তফা শহিদ সরোয়ার, হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধীরাজ কুমার প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় যথাযোগ্য মর্যাদায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয় এবং বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করে স্ব স্ব উপ-কমিটির কার্যাবলী পাঠ করে শোনানো হয়।
এবিএন/জসিম/নির্ঝর