![আখাউড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/abnews-24.bbbbbbbbbb_129947.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১২ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেলওয়ে থানার ওসি বলেন, লোকটিকে স্টেশনে ভিক্ষাবৃত্তি করতো। রোগাক্রান্ত হয়ে লোকটির মৃত্যু হয়েছে বলে তিনি ধারনা করছেন। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা