![ভোলায় সঞ্চয়ী টাকার চেক বিতরণ করলেন বাণিজ্যমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/abnews-24.bbbbbbbbbbb_129948.jpg)
ভোলা, ১২ মার্চ, এবিনিউজ : “উন্নয়নের গনতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র” এই শ্লোগানকে সামনে রেখে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ভোলায় ১৩০ জন এলজিইডি’র এলসিএস নারী কর্মীদের মাঝে সঞ্চয়ী টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে এলজিইডির আয়োজনে অফিস চত্তরে আরইআর এমপি-২ প্রকল্পের আওতায় আনুষ্ঠানিক ভাবে এ চেক এর অর্থ বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে তখন দ্রারিদ্রের সংখ্যা ছিল ৫৩ শতাংশ। যা বর্তমানে কমে ২২ শতাংশে নেমে এসেছে। এছাড়া অতি দারিদ্রের সংখ্যা কমে হয়েছে ১১ শতাংশ। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দ্রারিদ্র দুরিকরণের লক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। যার ফলে বর্তমানে বাংলাদেশে দারিদ্রের সংখ্যা অনেকাংশে কমে এসেছে।
এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগের ৯ বছরে ভোলা সহ সারা দেশের গ্রামীন অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। আর বিএনপির সময় উন্নয়নের নামে হয়েছে লুটপাট। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সময় দেশে পেয়েছে একটি স্বাধীন ভূগন্ড। আর তারই কন্যা শেখ হাসিনার শাসন আমলে মিলছে অর্থনীতিক মুক্তি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের ১০ জন প্রভাবশালীর মধ্যে একজন।
এলজিইডির প্রকৌশলী মো. শাখায়াত হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় এলজিইডির প্রধান প্রকৌশলী আফম মনিবুর রহমান, জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ অনান্যরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভোলা জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুস সালাম ।
এবিএন/আদিল হোসেন/জসিম/তোহা