![সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় বহিস্কৃত ছাত্রলীগ নেতা গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/abnews-24.bbbbbbbbbbbbb_129955.jpg)
সিরাজগঞ্জ, ১২ মার্চ, এবিনিউজ : ছাত্রলীগ স্কুল শাখার এক নেত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি (বহিস্কৃত) রিয়াদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ। গ্রেফতারের পর গতকাল রবিবার রাতেই তাকে কারাগারে পাঠিয়েছে পিবিআই পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিজ্ঞ আদালত ১৪ মার্চ বুধবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেছে বলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুত্রে জানা গেছে।
এ মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (পিবিআই) গোলাম কিবরিয়া জানান, জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয় শাখার ছাত্রলীগের এক নেত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ওই ছাত্রলীগ রিয়াদসহ পাঁচজনের বিরুদ্ধে ২০১৭ সালের ২৪ অক্টোবর সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ওই নেত্রীর মামা। মামলার শুনানি শেষে বিচারক শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্তে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমানীত হওয়ায় তাকে গ্রেফতার করে ওই সংস্থার পুলিশ।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০১৭ সালের মার্চ-এপ্রিলের দিকে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন স্কুল কমিটি গঠনের সময় ওই ছাত্রীর সঙ্গে পরিচিত হন। পরে তাকে কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতির পদও দেওয়া হয়। এই সূত্র ধরেই উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে তা একপর্যায়ে দৈহিক সম্পর্কে রূপ নেয়। এই অবস্থায় গত বছরের ১৩ অক্টোবর ছাত্রলীগ নেতা রিয়াদ ওই শিক্ষার্থীকে চরচালায় অবস্থিত তাঁর মেসে ডেকে নিয়ে তাকে আবার ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ করে দেওয়ার জন্য ভয়ভীতি দেখালে রিয়াদ ওই ছাত্রীকে মারধর করেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে রিয়াদের আরো পাঁচ সহযোগী ওই ছাত্রীকে মারধর করেন। পরে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে তাড়িয়ে দেন।
এরপর ওই শিক্ষার্থী তার স্বজনদের বিষয়টি জানায় এবং বাবাকে নিয়ে থানায় মামলা দায়ের করতে যায়। এই সংবাদ পেয়ে অভিযুক্তরা থানায় গিয়ে পুলিশের সামনে আবার ওই শিক্ষার্থীকে মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে আবার সাদা কাগজে বাবা-মেয়ের স্বাক্ষর নিয়ে তাদের থানা থেকে বের করে দেয়া হয়। যে কারণে দেরিতে হলেও ঘটনার বিষয়ে তাঁরা আদালতে যান বলে আরজিতে উল্লেখ করেছেন মামলার বাদী। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৭ সালের ২৫ অক্টোবর রিয়াদকে দলীয় পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা