শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডোমারে মায়ের উপর অভিমানে মেয়ের আত্মহত্যা

ডোমারে মায়ের উপর অভিমানে মেয়ের আত্মহত্যা

নীলফামারী, ১২ মার্চ, এবিনিউজ : ডিম দিয়ে আলুর তরকারীর রান্না ভাল না হওয়ায় মায়ের বকুকি খেয়ে মায়ের উপর উপর অভিমান করে ধনো বালা(১৬) নামে এক এস,এস,সি পরীক্ষার্থী গলায় ধুতি পেচিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নয়ানী বাকডোকরা কৃঞ্চ লালপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ধনোবালা ওই গ্রামের ক্ষীর নারায়নের মেয়ে ও নিমোজখানা স্কুল এ্যান্ড কলেজ থেকে চলতি এস,এস,সি পরীক্ষার্থি ছিল।

ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ জানায়,সকালে ধনোবালার বাবা ও মা ক্ষেতে কাজ করতে যায়। এসময় মা উমা রানী মেয়ে ধনোবালাকে আলূ ও ডিমের তরকারী রান্না করতে বলে। মেয়ে ডিম দিয়ে আলূর তরকারী রান্না করে। ক্ষেতে কাজ করে বাড়ীতে ফিরে এসে মা সেই তরকারী খেয়ে তরকারী ভাল না হওয়ায় মেয়েকে বকুনি দেয়। এরেই এক পর্যায়ে মায়ের উপর অভিমানে সকলের অগোচরে তার নিজ শয়নকক্ষে বাবার ধুতি গলায় পেচিয়ে ঘড়ের স্বরের মধ্যে সে আত্মহত্যা করে।

ডোমার থানার অফিসার্স ইন চার্জ মোঃ মোকছেদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত