![ডোমারে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/ma-somabes1_129962.jpg)
নীলফামারী, ১২ মার্চ, এবিনিউজ : মান সম্মত শিক্ষা,শেখ হাসিনার দীক্ষা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-১৮ উপলক্ষে মা সমাবেশ ও কৃতি শিক্ষাথী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ডোমার শহীদ স্মৃতি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডোমার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার ,উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ময়নুল হক মনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগীতায় বিজয় দের ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর