শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পঞ্চগড়ে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান
আমলাহার উচ্চ বিদ্যালয়ে

পঞ্চগড়ে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান

পঞ্চগড়ে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান

পঞ্চগড়, ১২ মার্চ, এবিনিউজ : পঞ্চগড়ের আমলাহার মরিয়মনেছা উচ্চ বিদ্যালয়ে খোলা আকাশের নিচে শত শত শিক্ষার্থীর পাঠদান চলছে। পর্যাপ্ত পরিমাণ বেঞ্চ ও শ্রেণীকক্ষ না থাকায় খোলা আকাশের নিচে চলছে এই পাঠদান। আজ সোমবার সরেজমিনে সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার মরিয়মনেছা উচ্চ বিদ্যালয়ে গিয়ে ৭ম শ্রেণী ও ৯ম শ্রেণীর পাঠদানের এই দৃশ্য দেখা যায়।

কথা হয় ৯ম শ্রেণীর ছাত্রী মৌমিতা ও রাফিয়া সুলতানার সঙ্গে। তারা জানান, আমাদের ক্লাস রুমে পর্যাপ্ত পরিমাণে বেঞ্চ না থাকায় এবং শ্রেণী কক্ষের সমস্যা থাকায় আমরা প্রতিটি ক্লাস খোলা আকাশের নিচে করছি। একই শ্রেণীর সাকিব ও সুজন জানায়, প্রচন্ড রোদে এবং বর্ষার সময় অনেক কষ্ট করে আমাদের ক্লাস করতে হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে স্থাপিত হয় আমলাহার মরিয়মনেছা উচ্চ বিদ্যালয়টি। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ফলাফলের দিক দিয়ে অন্যান্য বিদ্যালয়ের চেয়ে এগিয়ে রয়েছে।

বিদ্যালয়ে ১২জন শিক্ষক কর্মরত রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে মেয়ে-ছেলে উভয় ৫টি শ্রেণীতে ৪’শ ৬১জন শিক্ষার্থী পাঠদান করছে। বিজ্ঞান ও মানবিক শাখা চালু রয়েছে। কিন্তু আবাসন, শ্রেণীকক্ষ সংকট, সীমানা প্রাচীর না থাকায় অনেক সমস্যা দেখা দিচ্ছে। বিদ্যালয়ের মাঠ সংলঘœ পুকুর নিয়ে রয়েছে সমস্যা। বিদ্যালয়ের শ্রেণী কক্ষের সামনের বারান্দার টিনের চাল ভেঙ্গে পড়েছে। অনেক জায়গায় চাল ভেঙ্গে ঝুলে পড়ে রয়েছে। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।

এসব সমস্যা কাটিয়ে না উঠলে বিদ্যালয়ের শিক্ষার মান অনেকটা ঝিমিয়ে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে সদর উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক চন্দ্র রায়ের সাথে কথা বললে তিনি জানান, আমাদের সরকারি ভাবে কোন বরাদ্দ আসে তাহলে আমরা কিছুটা হলেও সহযোগীতা করতে পারবো। বিদ্যালয়ের খোলা মাঠে পাঠদান নিয়ে সভাপতি জগদীস চন্দ্র রায়ের সাথে কথা বললে তিনি জানান, আমাদের বিদ্যালয়ের ক্লাস রুমে পর্যাপ্ত পরিমাণে বেঞ্চ না থাকায় এবং শ্রেণী কক্ষ ঝুকিপূর্ণ থাকায় আমরা শিক্ষার্থীদের খোলা আকাশে পাঠদান করাচ্ছি। আমরা একাডেমিক ভবন নির্মাণের জন্য আবেদন করেছি। ভবন তৈরি হলে এসমস্যা কিছুটা হলেও লাঘব হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়েজ উদ্দীন জানান, আমাদের বিদ্যালয়ের অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যার মাঝেও আমার বিদ্যালয়ের পাঠদান চালিয়ে যাচ্ছি। এসব সমস্যা সমাধানের জন্য আমরা সরকারের নিকট আবেদন করেছি। তিনি আরো জানান, বিদ্যালয়টিতে সীমানা প্রাচীর না থাকায় ছাত্র-ছাত্রীরা নিরাপত্তাহীনতায় থাকে। এসব সমস্যা জরুরী ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। বিদ্যালয়ের নিজস্ব তহবিল না থাকায় এবং এলাকাটি দরিদ্র হওয়ায় আমরা কিছুই করতে পারছি না।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত