![দৌলতপুরে বিজিবি সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/kushtia_abnews24 copy_129968.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ১২ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের দাবিতে এক বিজিবি সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছে নওগাঁ থেকে আসা এক তরুণী। দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের ফেরদৌস আলীর ছেলে বিজিবি সদস্য সাব্বীর হোসেন সম্রাটের বাড়িতে অবস্থান নিয়েছে নওগার জেলার পোরশা থানার নিশকিন্দপুর গ্রামের আঃ সালামের মেয়ে। গতকাল রবিবার সন্ধ্যায় প্রেমিক সাব্বিরের বাড়িতে বিয়ের দাবি নিয়ে উপস্থিত হয় ঐ তরুণী। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, ঘটনাটি ধামা চাপা দিতে স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক ফকিরসসহ সাব্বীরের পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে মেয়েটাকে মারধোর করে ঢাকার কোচে তুলে দেওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ফলে ঐ তরুণী বাড়িতে ঢুকতে না পেরে বাড়ির গেটের সামনে অবস্থান নিয়েছে। বিয়ের দাবিতে অবস্থান নেয়া তরুণী জানান, বিজিবি সদস্য সাব্বীরের সাথে সাড়ে তিন বছর আগে আমার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। আমি তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকি। কিন্তু সাব্বীর নানা তালবাহানা করতে থাকে। কিছুদিন আগে সাব্বীর বিয়ে করতে পারবে না বলে আমাকে পরিষ্কার জানিয়ে দেয়।
কিন্তু তিন মাস আগে আমাকে না জানিয়ে গোপনে সাব্বীর অন্যত্র বিয়ে করে ফেলেছে। আমি কোন উপায়ান্তর না দেখে সাব্বীরের বাড়ীতে গিয়ে উঠি। কিন্তু এর আগেই সাব্বীরের পরিবারের সদস্যরা বাড়ীতে তালা দিয়ে চলে যান। মেয়েটি আরো জানায় আমি বর্তমানে মহিলা মেম্বার আফরোজা খাতুনের বাড়ীতে আছি, আমি সাব্বীরের বিচার দাবী করছি।
এবিএন/জহুরুল হক/জসিম/তোহা