![তিতাসে অটিজম ও নিউরো বিষয়ক ওরিয়েন্টশন ওয়ার্কশপ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129978.jpg)
তিতাস (কুমিল্লা), ১২ মার্চ, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধিতা বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এর আয়োজনে আজ সোমবার উপজেলা মিলনায়তনে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক,উপজেলা কর্মকর্তা, সাংবাদিক, মসজিদের ইমাম ও অভিভাবকদের নিয়ে দিন ব্যাপি উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান মিতু,শিক্ষা অফিসার আব্দুল আউয়াল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অনোয়ারা চৌধুরীর পরিচালনায প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা সরকারী সিটি কলেজের সহকারী অধ্যাপক আবু দাউদ শাহিন ও চৌদ্দগ্রাম সরকারী কলেজের প্রবাসক খাদিজা খাতুন।
এবিএন/কবির হোসেন/জসিম/তোহা