![সিরাজগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129981.jpg)
সিরাজগঞ্জ, ১২ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ মহল্লা থেকে জোসনা (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই মহল্লার আনোয়ার হোসেনের স্ত্রী। সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল জানান, রংপুর সদর উপজেলার ছোছাস গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আনোয়ার হোসেন ওই মহল্লার আব্দুল মজিদের মেয়ে জোসনাকে প্রায় ৯ বছর আগে বিয়ে করে।
এ বিয়ের কিছুদিন পর থেকে ঘর জামাই হিসেবে শশুর রাজ্জাকের বাড়ীতে পৃথকভাবে সংসার করে আসছিল। শশুর বাড়ী থাকা নিয়ে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া ঝাটি হতো। এরই জের ধরে আজ সোমবার সকালে জোসনা বিষ পানে আত্নহত্যা করে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা