রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo

পীরগঞ্জে শতভাগ ভর্তি বিষয়ক কর্মশালা

পীরগঞ্জে শতভাগ ভর্তি বিষয়ক কর্মশালা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ১২ মার্চ, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শতভাগ ভর্তি নিশ্চিত করণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেল শিক্ষা অফিসের আয়োজনে পৌর অডিটোরিয়ামে এ কর্মশালা হয়।

পরে উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আ.লীগের সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, জেলা ওয়ারকাস উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওহাব, উপজেলা বাংলাদেশ প্রাথমি শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আখতারু জ্জামান, শিক্ষক মকসেদ আলী ও সলেমান আলী প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষা বিষয়ে বিশেষ অবদান রাখায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ ৩৪ জনকে অতিথিবৃন্দ ক্রেস প্রদান করেন।

এবিএন/বিষ্ণু পদ রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত