শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাপাহারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সাপাহারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সাপাহার (নওগাঁ), ১২ মার্চ, এবিনিউজ : নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান সাপাহার উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী, সেবা গ্রহিতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার বিকেল ৪ টায় নির্বাহী অফিসারের সভাকক্ষে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ প্রমুখ। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। শেষে জেলা প্রশাসক মিজানুর রহমান উপজেলার সরকারী অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এবিএন/নয়ন বাবু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত