
কাউখালী (পিরোজপুর), ১২ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে মাদককে না জানিয়ে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মাদক বিরোধি শপথ নিয়েছে। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সোমবার বিদ্যালয় চত্বরে মাদক বিরোধী এ শপথ নেয়।
বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. সাব্বির হোসেন স্কুল মাঠে সহপাঠি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এসময় মাদকের বিষাক্ত ছোবলে দেশের যুব সমাজ যখন জর্জরিত আর ঠিক তখন-ই ‘সুখী সমৃদ্ধ সমাজ গড়ার ভীত রচনায় মাদকের বিরুদ্ধে মাদককে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে শপথ নিল।
আজ সোমবার সকাল ১০টায় কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি সামাজিক উদ্যোক্ত আ. লতিফ খসরু মাদক বিরোধী অনুষ্ঠানের আয়োজক। শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুণ লতিফ খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- শিক্ষার্থী আজিজুল, মরিয়ম আক্তার ও মো. আজিজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি