![কাতারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কুলাউড়ার যুবকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129997.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ১২ মার্চ, এবিনিউজ : মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা আফছার উদ্দিন চৌধুরী রাজু নামক এক যুবক কাতারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত রাজু উপজেলার সদর কুলাউড়া ইউনিয়নের করেরগ্রামের বাসিন্দা এবং আব্দুল আউয়াল চৌধুরীর একমাত্র পুত্র। নিহতের পরিবারের দাবী, কাতারে রাজু পুলিশের সিআইডি বিভাগে কর্মরত ছিলেন এবং গত ৯ মার্চ রাতে এক যৌথ অপারেশনের সময় নাইজেরিয়ান সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি নিহত হন এবং আরও ৩ জন আহত হন। এ ঘটনায় নাইজেরিয়ান এক সন্ত্রাসীকে পুলিশ আটক করেছে বলে কাতার পুলিশের বরাত দিয়ে নিহতের পরিবার জানিয়েছে।
কুলাউড়ার সাবেক ইউএনও ও বর্তমান কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের ফাষ্ট সেক্রেটারী নাজমুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, পোষ্ট মর্টেম রিপোর্ট এখনো কাতার পুলিশের কাছে আসেনি। রির্পোট আসার পরপরই লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাজু নিহতের বিষয়টি কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাতারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় এবং পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং কাতারের আইন মোতাবেক এ বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে।
নিহতের বাবা আউয়াল চৌধুরী তার ছেলের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, রাজুর মরদেহ দেশে আনার প্রস্তুুতি চলছে। রাজুর অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা