![লালমনিরহাটে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কর্মশালা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/sova_abnews_130003.jpg)
লালমনিরহাট, ১২ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে গ্রামীন অবকাঠামো উন্নয়নে গৃহীত প্রকল্পের কাজের গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলার আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ইউপি চেয়ারম্যান, সচিব, পিআইসি মেম্বর ও ট্যাগ অফিসারদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালায় এক শত জন প্রশিক্ষনার্থী দিন ব্যাপী কর্মশালায় অংশ গ্রহণ করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন ইউএনও আসাদুজ্জামান ও পিআইও মফিজুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মাষ্টার টেইনার জাফর আহমেদ।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি