![লক্ষ্মীপুরে পুলিশ সমাবেশ ও বার্ষিক ত্রুীড়া অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/police_abnews_130014.jpg)
লক্ষ্মীপুর, ১২ মার্চ, এবিনিউজ : লক্ষ্মীপুরে পুলিশ সমাবেশ ও বার্ষিক ত্রুীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে লক্ষ্মীপুর পুলিশ লাইন মাঠে এই বার্ষিক ক্রীড়া ও পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগের ডি আই জি মনিরুজ্জামান সমাবেশ ও প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
পরে বিশিষ্ট শিল্পপতি কাজী শহীদ ইসলাম পাপুল কর্তৃক রায়পুর থানাকে উপহার স্বরুপ একটি গাড়ির চাবি রায়পুর থানার ওসি আজিজুর রহমানের নিকট হস্তান্তর করেন ডি আই জি মনিরুজ্জামান।
এ সময় পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, পৌর মেয়র এম এ তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি