![জাতীয় গ্রিডে আমদানিকৃত গ্যাস সরবরাহ শুরু ২৫ এপ্রিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/lng_130017.jpg)
ঢাকা, ১২ মার্চ, এবিনিউজ : সরকার জাতীয় গ্রিডে দিনে ৫০ কোটি ঘনফুট আমদানিকৃত গ্যাস সরবরাহ করতে যাচ্ছে। দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে আগামী ২৫ এপ্রিল থেকে এই সরবরাহ শুরু হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরীর বরাতে জানিয়েছে বাসস।
আমদানিকৃত প্রাকৃতিক গ্যাস চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা হবে। এর ফলে রাজধানীতে গ্যাসের চাপ বাড়বে।
সচিব বলেন, আগামী ২৩ এপ্রিল কক্সবাজারের মহেশখালী দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে অবস্থিত ভাসমান টার্মিনালে নোঙর করবে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী প্রথম জাহাজ। ২৫ এপ্রিল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ শুরু হবে। এরই মধ্যে মহেশখালীর টার্মিনাল থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত ৯১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের কাজও শেষ হয়েছে।
নাজিমউদ্দিন চৌধুরী বলেন, সরকার কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি রাসগ্যাস থেকে এলএনজি আমদানি করছে। এছাড়া এলএনজি আমদানির জন্য আরও কিছু বিকল্পও উন্মুক্ত রাখা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার বছরে সর্বোচ্চ ২৮ কোটি মেট্রিক টন এলএনজি আমদানির জন্য কাতারের সঙ্গে একটি দীর্ঘময়াদি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, রাসগ্যাস প্রতিবছর বাংলাদেশকে ২৮ কোটি মেট্রিক টন এলএনজি সরবরাহ করবে।
উল্লেখ, বর্তমানে দিনে কমপক্ষে সাড়ে তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে পেট্রোবাংলা স্থানীয় গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন দুই হাজার সাতশ ৫০ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে।
এবিএন/জনি/জসিম/জেডি