রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঠাকুরগাঁওয়ে সীমান্ত স্বনির্ভর প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ

ঠাকুরগাঁওয়ে সীমান্ত স্বনির্ভর প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ

ঠাকুরগাঁওয়ে সীমান্ত স্বনির্ভর প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ

ঠাকুরগাঁও, ১২ মার্চ, এবিনিউজ : ঠাকুরগাঁও হরিপুর উপজেলার মরাধর মোলানী সীমান্ত এলাকায় স্বনির্ভর সেলাই প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে হরিপুর গেদুরা মোলানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে ৩০ বিজিবি’র ব্যবস্থাপনায় এই সনদপত্র বিতরণ করা হয়।

সীমান্ত স্বনির্ভর প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ তুলে দেন ঠাকুরগাঁও সীমান্ত পরিবার কল্যান সমিতি (সিপকস্) এর সহ-সভানেত্রী ফারজানা হোসেন, সাধারন সম্পাদিকা রিফা হায়দার, ফারমিদা আক্তার মুন্নি।

এসময় গেদুরা মারাধর এলাকার মোট ৬৮ জন নারী সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে এ সদন বিতরণ করা হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকার বেশির ভাগ মানুষ চোরাচালানসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। ৩০ বিজিবি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধসহ মানুষের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। যা সীমান্ত এলাকার মানুষের কর্মসংস্থান ও অভাব মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত