![গোদাগাড়ীতে স্থানীয় প্রশাসন কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/building_abnews_130028.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), ১২ মার্চ, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ সোমবার দুপুরে পৌর এলাকার ১৭৯নং জাহানাবাদ মৌজার আর.এস ০১নং খতিয়ান ভূক্ত আর.এস ৭৪/২৪৩নং দাগের সরকারি জমির উপর অবৈধ ভাবে দুটি দোকান ঘর তৈরীর সময় এই অভিযান পরিচালনা করে ভেঙ্গে ফেলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজের নির্দেশে অভিযান অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানওয়ার হোসেন।
সানওয়ার হোসেন বলেন, কিছু দিন যাবৎ গোদাগাড়ী পৌর এলাকার ১৭৯নং জাহানাবাদ মৌজার আর.এস ০১নং খতিয়ান ভূক্ত আর.এস ৭৪/২৪৩নং দাগের সরকারি জমির উপর অবৈধভাবে কতিপয় স্থানীয় হাজী সদরুল ইসলাম ও তার ছেলে ব্যবসা করার জন্য দোকান-ইমারত তৈরি করছিলো যা উচ্ছেদ করা হলো।
তিনি আরো বলেন, এই দাগে ১০ শতক জমি আস্বচ্ছল ও দুস্থ্য মুক্তিযোদ্ধাদের জন্য ৬ তলা ভিত বিশিষ্ট ৫ তলা ভবন করার জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এটা প্রক্রিাধীন আছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অবৈধ দখলদারীত্ব সংক্রান্ত অপরাধ দমনে উপজেলা প্রশাসনকে সকল তথ্য দিয়ে ও সার্বিকভাবে সহায়তা করুন, অবৈধ দখলদারমুক্ত গোদাগাড়ী গড়ে তুলুন।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি