
জলঢাকা (নীলফামারী), ১২ মার্চ, এবিনিউজ : নীলফামারীর জলঢাকার বীরমুক্তিযোদ্ধা তৎকালীন মুজিব বাহিনীর সদস্য উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আনছারুল আলম ছানু মারা গেছেন।
গতকাল রবিবার রাত ৮টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
জানা যায়, সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি স্ত্রী ছেলে কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১১টা ও দুপুরে দুদফা জানাজা শেষে রাষ্ট্রীয় গার্ড অব অর্নার দেওয়া হয়। পরে তাকে শিমুলবাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/এমসি