বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সদরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সদরপুর (ফরিদপুর), ১২ মার্চ, এবিনিউজ : ফরিদপুর সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জামতলা এলাকা থেকে আজ সোমবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি বিলায়েত হোসেন।

মিজানুর রহমান খলিফা ওরফে মাদক মিজান জামতলা গ্রামের মৃত মো. ইউসুফ খলিফার পুত্র। আটককালে তার নিকট ৫৩৬ পিছ ইয়াবাবড়ি পাওয়া যায়। পরে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি বেলায়েত হোসেন সদরপুর থানায় মিজানের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, সদরপুরে বিভিন্ন সময় মাদক বিক্রি করে আসছে মিজান দীর্ঘদিন যাবত এছাড়াও উপজেলার পার্শ্ববর্তী উপজেলাগুলোতে মাদক বিক্রেতাদের মাদক সরবরাহ করে আসছে বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সদরপুর থানায় ও পাশ্ববর্তী থানায় একাধিক মাদকদ্রব্য মামলা রয়েছে।

এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত