![সিঙ্গাপুর সফর কমিয়ে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/pm_130036.jpg)
ঢাকা, ১৩ মার্চ, এবিনিউজ : নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আজ মঙ্গলবার বিকালে দেশে ফিরে আসছেন। সোমবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।
উল্লেখ্য, চার দিনের সফরে রবিবার দুপুরে সিঙ্গাপুর যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি বিমান দুর্ঘটনা পড়লে অন্তত ৫০ জন আরোহী মারা যান। বিমানটির ৭১ জন আরোহীর অন্যদের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা নিখোঁজ। এর আগে দুপুর ১২টা ৫১ মিনিটে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রীকে ফোন করেন। বাংলাদেশ থেকে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোসহ সব ধরনের সহায়তা পাঠানোর কথা বলেন শেখ হাসিনা।
এবিএন/জনি/জসিম/জেডি