শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

গফরগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

গফরগাঁও (ময়মনসিংহ), ১২ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।

‘মেধাই সম্পদ, জ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই স্লোগানকে উপজীব্য করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দুই দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান স্টল নেয়।

এসব স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করে। মেলা উপলক্ষে বিজ্ঞান ভিত্তিক বিতর্ক ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত