শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আশাশুনিতে স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

আশাশুনিতে স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

আশাশুনি (সাতক্ষীরা), ১২ মার্চ, এবিনিউজ : আশাশুনিতে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএও মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, প্রভাষক মোনায়েম হোসেন, দিপংকর সরকার, আঃ আলিম মোল্যা, সকল সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আশাশুনি প্রেসক্লাব ও উপজেলা রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আগামী ২৬ মার্চ প্রত্যুষে ৩১বার তোপধ্বনী, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৬.৩০টায় স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন, ৭.৩০টায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ, ৯টায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে সমাবেশ।

ক্রীড়ানুষ্ঠান ১১.৩০টায়, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দুপুর ১টায়, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুরে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ দোয়ানুষ্ঠান ও প্রার্থনা, এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত