![আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/ashasuni-map_130040.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ১২ মার্চ, এবিনিউজ : আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, প্রভাষক মোনায়েম হোসেন, দিপংকর সরকার, আঃ আলিম মোল্যা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, শিক্ষা অফিসার শামছুন্নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, অধ্যা. সুবোধ চক্রবর্তী, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, কামরুন নাহার কচি, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, ইয়াহিয়া ইকবাল, নুরুল হক, আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানে মাল্টিমিডয়া প্রজেক্টরের মাধ্যমে জিসার্ফ এর অর্থায়নে রূপান্তর ও অগ্রগতি সংস্থার বাস্তবায়নে আশাশুনিতে পিচ কনসোর্টিয়াম প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা রাখেন প্রজেক্টে সমন্বয়কারী মৃনাল কান্তি সরকার।
সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা নিয়ে আলোচনা করা হয়।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি