![উপজেলা চেয়ারম্যানের সাথে শিক্ষক সমিতির মতবিনিময়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/sova_abnews_130041.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ১২ মার্চ, এবিনিউজ : আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদ্য নির্বাচিত সদস্যবৃন্দ উপজেলা চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেছেন। আজ সোমবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের বাস ভবনে এ মতবিনিময় করা হয়।
নব-নির্বাচিত সভাপতি এ.এস.এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক দিনেশ বৈদ্য উপজেলা চেয়ারম্যানের বাসভবনে গিয়ে মতবিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি এবিএম মোস্তাকিম তাদের সাথে কুশল বিনিময় করেন এবং সংগঠনের পতাকাতলে সফলতার সাথে কাজ করে উপজেলার শিক্ষক ও শিক্ষাঙ্গনের উন্নয়ন এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি কমিটির অগ্রগতি ও সফলতা কামনা করেন।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি