
ঢাকা, ১৩ মার্চ, এবিনিউজ : নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন ফেনীর সোনাগাজীর আউরারখিল গ্রামের মতিউর রহমান পলাশ নামের এক যাত্রী। ওই বিমানের থাকা যাত্রীদের তালিকায়ও তার নাম পাওয়া গেছে। কিন্তু এখনও পর্যন্ত পলাশের খোঁজ পাওয়া যায়নি।
পলাশের ভাই মিজানের বরাত দিয়ে বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইসহাক খোকন জানান, পলাশ ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন। তিনি দুর্ঘটনা কবলিত বিমানের যাত্রী ছিলেন।ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।
এদিকে জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে তার নাম না থাকায় ধারণা করা হচ্ছে তিনি আর বেঁচে নেই।
পলাশ ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিকেল বিষয়ে ডিপ্লোমা করেছিলেন। নিখোঁজ মতিউর রহমান পলাশ বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের মোঃ আমিন উল্লাহ মিয়ার পুত্র।
উল্লেখ্য, নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রুসহ ৬৭ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। এ বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি