![উন্নয়নের নৌকার পালে ভোটের ঝড় তুলতে হবে: মোসলেম উদ্দিন এমপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/fulbaria-mp_130065.jpg)
ফুলবাড়ীয়া( ময়মনসিংহ), ১৩ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে ৫ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অালহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট বলেছেন, নৌকার সরকার মানে উন্নয়নের সরকার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী মানে উন্নয়ন, দেশের উন্নয়ন, বিশ্বর কাছে মাথা উচু করে দাড়ানো।
তিনি গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ১ নাওগাও ইউনিয়নের সন্তোষপুর সিমান্ত বাজারে পাহাড়ী অঞ্চলে ১১৯ ঘরে নতুন বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। পল্লীবিদ্যুত ফুলবাড়ীয়া জোনাল অফিসেরডেপুটি জেনারেল ম্যানাজার এম এম অাবুল কালাম অাজাদের সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মো. রুহুল অামিন, ইউপি চেয়ারম্যান মো. অা. রাজ্জাক, উপজেলা অাওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা অাওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তোফাজ্জল হোসেন, যুবলীগ অাহবায়ক অা. কদ্দুছ, সেচ্ছাসেবক লীগের অাহবায়ক কামরুজ্জামান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রিশদ প্রমূখ। সভাপরিচালনা করেন ইউনিয়ন অাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. অা. ছালাম।
উল্লেখ্য এই প্রথম এ অঞ্চল কোন এমপির অাগমন করায় ফুলের নৌকা দিয়ে বরন করে নেন সিমান্ত বাজার কমিটির সভাপতি জহের অালী।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/নির্ঝর