রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

মাদ্রিদে বৈশাখী মেলা আয়োজন উপলক্ষ্যে মতবিনিময় সভা

মাদ্রিদে বৈশাখী মেলা আয়োজন উপলক্ষ্যে মতবিনিময় সভা

ঢাকা, ১৩ মার্চ, এবিনিউজ : স্পেনের রাজধানী মাদ্রিদে আগামী ১৫ই এপ্রিল বৈশাখী মেলা আয়োজন উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে আয়োজক সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলা ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন।

মাদ্রিদে বৈশাখী মেলা আয়োজন উপলক্ষ্যে মতবিনিময় সভা

কমিউনিটির বিভিন্ন স্থরের প্রবাসীদের নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির আহবায়ক গোলাম মোস্তফা জাহাঙ্গীর। প্রবাসে বাঙ্গালীর প্রানের এ উৎসবকে প্রানবন্ত এবং সার্বজনিন করতে এ সভার আহব্বান করেন বলে উল্লেখ করেন আয়োজকবৃন্দ। গতকাল সোমবার রাতে বাঙালী অধ্যুষিত লাভাপিয়েসে সাফরান রেষ্টুরেন্টে আয়োজিত এ সভার সঞ্চালনা করেন সাংবাদিক বকুল খান ।

মাদ্রিদে বৈশাখী মেলা আয়োজন উপলক্ষ্যে মতবিনিময় সভা

কমিউনিটি ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা খোরশেদ আলম মজুমদার, আবুল খায়ের, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনির, সিনিয়র সহ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সহ সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, জাকির হোসাইন সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুর রহমান, জাকির হোসাইন, মমিনুল ইসলাম স্বাধীন, ফারুক আহমেদ মবিন, কাজী মোহাম্মদ পারভেজ, বিএনপি নেতা ডাঃ দুলাল আহমেদ, সুহেল ভূঁইয়া, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, রমিজ উদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, মোঃ একরামুজ্জামান কিরণ, আবু বক্কর, মোঃ সুরমান, আবুল কালাম, রাসেল দেওয়ান, সৈয়দ আমিনুল হক আলাল, সম্রাট সিকদার, এস এম মিলন সিরাজ, এস এম মাসুদুর রহমান, মোঃ মুখলেছুর রহমান, সাংবাদিক ফকরুদ্দিন রাজি, সুমন নূর, রফিক খান মোঃ কাদির প্রমুখ।

সভায় বক্তারা আয়োজকদের উদ্দেশ্যে সুন্দর, সুশৃঙ্খল্ভাবে মেলা পরিচালনা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কমিউনিউনিটির সকলের অংশগ্রহন নিশ্চিন্তকরণের আহব্বান জানান।

এবিএন/কবির আল মাহমুদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত