![কালিগঞ্জে বজ্রপাতে এক মহিলা নিহত: এক শিশু আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/kaligonj-nihoto_130076.jpg)
কালিগঞ্জ, ১৩ মার্চ, এবিনিউজ : আকষ্মীক বজ্রপাতে ঝর্ণারানী (৩২) নামের ২ সন্তানের জননী নিহত হয়েছে। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী গ্রামের সরজিৎ ঘোষের স্ত্রী। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঝর্ণারানী বাড়ীর পাশে একটি পুকুরে হাস আনতে যায়। এসময় আকষ্মীক বজ্রপাত হলে তার মৃত্যু হয় এবং তার কোলে থাকা শিশু পুত্র শুভজিৎ ঘোষ (২) ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর